পৃথিবীতে আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা বোঝা, সিদ্ধান্ত দেওয়া বা নেওয়া সত্যিই কঠিন কাজ। অধিকাংশ সময়েই আমি সাংঘাতিক সিদ্ধান্তহীনতায় ভুগি। এই ইয়েস নট ইয়েস নট আমার বাস্তব জীবনে বেশ সমস্যার সৃষ্টি করেছে।
আমি মনে করি যে সরাসরি সিদ্ধান্ত দেয় সে নিজে মূর্খ না হয় যাদের উদ্দেশ্যে সিদ্ধান্ত দেওয়া হয় সিদ্ধান্তদাতা তাদের মূর্খ মনে করেন। আমি মুখে বেশি কথা বলতে পারি না। আমার এক বাকপটু বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম তার সফলতার রহস্য কি? সে বলেছিল তুই নিজেকে পন্ডিত মনে করবি, আর শ্রোতাদের মনে করবি মূর্খ। বেশ একচোট হেঁসেছিলাম সেদিন।
অনেকদিন আগের কথা, আমাদের বাসায় এক কাজের মেয়ে টেবিলে খাবার পরিবেশন করার সময় বলছিল, আমার মা এই সপ্তাহেই হয় আমাকে দেখতে আসবে নয়তো আসবে না। আমরা খাবার টেবিলের সবাই প্রচন্ড হাঁসিতে ফেটে পড়েছিলাম(ওর বলার ভঙ্গীটাও ছিল হাস্যকর)। আসবে নয়তো আসবেনা সে তো দুটোই বলল সুতরাং একটাতো হবেই(স্বাভাবিক দৃষ্টিতে), একথা আবার বলার দরকার কি! আজ ভাবি সেদিন ঐ অশিক্ষিত মেয়েটি কি সত্য ম্যাসেজটিই না আমাদের দিয়েছিল, হয়ত না বুঝেই।
তারপরও আমদেরা সিদ্ধান্ত নিতে হয়, নিয়ে চলেছি;
এটাই বাস্তবতা,
এটাই জীবন।
(কোনটা ভাল কোনটা খারাপ, কোনটা সত্য কোনটা মিথ্য। আসলেই কি আমরা জানি কোনটা সঠিক?)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



