আমায় ঘৃণা করো-না। আমি অধম বলেই তুমি উত্তম হতে পেরেছ, আমি নিকৃষ্ট বলেই তুমি আজ উৎকৃষ্ট। আমি অস্পৃশ্য-পাপী, আমি হীন-অসভ্য, আমি অন্ধকার; কাপুরুষ (মেরুদন্ডহীন জেলীফিসের মত)।
আমায় ঘৃণা করো-না তবুও। আমি কলঙ্কের কাল কালি বলেই, তোমার পবিত্র-শুভ্রতার সাদায় লিখা চলে; আমি আঁধার বলেই, আলো তোমায় সকলে খুঁজে ফেরে।
আমায় ঘৃণা করো-না। আমি পরাধীনতার শেকল, তাইতো তুমি স্বাধীনতার সফেদ কবুতর; আমি দেশদ্রোহী, হানাদারের দল; তাইতো তোমার ভেতর লীন হয়ে থাকা দেশপ্রেমের স্ফ্থরণ ঘটে; বারে বারে, কালে কালে।
সাবধান;
ঘৃণা করোনা,
আবার বলছি, ঘৃণা করোনা আমায়, কেননা; আমার উপস্থিতিই তোমার অস্তিত্য। তাই ভালবাসা দাও নিজেকে যদি একবিন্দুও ভালবেসে থাকো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



