ক্ষুধা
- যাযাবর জীবন
'ক্ষুধা' সকল সমস্যার সূত্রপাত
মারামারি, হানাহানি আর যত অপরাধ
প্রধান ক্ষুধা পেটের
কামের ক্ষুধা জৈবিক
তারপর সবই রসনা বিলাস
অসীম ক্ষুধাগুলো নৈমিত্তিক;
পেটের ক্ষুধা মিটে গেলেই কামের উদ্রেক মনে
অপরাধের সূত্রপাত লোভ যখন কামে
বৈধ কাম মিটে গেলে শরীর আরো চায়
অবৈধ কামের চাহিদায় লালসা মনে ছায়
তার পরের ক্ষুধাগুলো সকলই মনের
একেক রকম চাহিদা একেক জনের
অর্থের ক্ষুধায় বিবেকহীন মানুষ
স্বার্থের ক্ষুধায় মানুষ অমানুষ;
লোভ
লালসা
অর্থ
স্বার্থ
মারামারি, হানাহানি আর যত অপরাধ
'ক্ষুধা', সকল সমস্যার সূত্রপাত;
ক্ষুধা মেটাতে মেটাতে একদিন আমরা অমানুষ হব
কামের নেশায় মনুষ্যত্ব খাব
অর্থের নেশায় দূরে সরাব ভাই বোন
স্বার্থের ক্ষুধায় হারাব আত্মীয়-স্বজন;
তারপর?
খাদ্য ফুরিয়ে গেলে একদিন আমরা মানুষ খাব, মানুষ হয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


