Hot Fuzz (2007) ছবির IMDb রেটিং ৮/১০!!! ছবিটা আগাগোড়া হাসি, থ্রিলার ও হাল্কা অ্যাকশনে ভর্তি।সাইমন লন্ডনের শার্লক হোমস। তার অসাধারন প্রতিভায় তার অফিসের সবাই মারাত্নক জেলাস।তার ইমিডিয়েট বস তারে রুমে ডাইকা জানায় যে তারে ট্রান্সফার করা হইসে। হতবাক সাইমন কয় "কি? কেন?" এইটা অন্যায়। সে তার বসের বস এর কাছে যাইবো বইলা জানায়। বড় বসরে ফুন করার সাথে সাথে বস ফুনের তারের মধ্য দিয়া হাজির। সেও একই গান গাইল। ক্ষিপ্ত সাইমন কয় যে সে সর্বোচ্চ লেভেলে মানে আই. জি. এর কাছে যাবে। সাথে সাথে দরজায় আই. জি. হাজির। আই. জি. সাহেব কইলো যে সাইমন যে প্রতিভায় কাজ করতাসে দুই দিন পর বাকী সব পুলিশের ভাত থাকবো না। সাইমনের অন্য শহরে চইলা যাওয়াই ভালো।
ওরে ট্রান্সফারও করা হইলো দেশের সবচে্য়ে শান্ত ও অপরাধহীন শহরে, যাতে ও কাজহীন থাকে।শালার ব্রিটিশরা দেখি বাংলাদেশরে নকল করা শুরু করসে!!
সাইমন ট্রান্সফার হইয়া গিয়া দেখে আসলেই খুব শান্ত একটা শহর। ওর পার্টনার হিসেবে পাইলো একজন গোবেচারা টাইপের পুলিশ। কিন্তু ওর শার্লক চোখে ধরা পড়তে লাগলো যে আপাতদৃষ্টির শান্ত এই শহরে হইতাসে খুনের মতো সব ভয়ন্কর অপরাধ। কিন্তু এই অপরাধগুলা কোনোটাই ধরা যাচ্ছে না!
কিন্তু ওর শার্লক চোখ বইলা কথা! ও ঠিকই খুইজা বাইর করে এর মুল হোতাকে। কিন্তু একী! শহরের সব বড় মাথাগুলা দেখা গেলো এইসব অপরাধে জড়িত! তারা খুন করতেসে শহরের সবচেয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র অপরাধীকেও, যাতে তাদের শহর সবচেয়ে শান্তিপ্রিয় শহরের খিতাব ধইরা রাখতে পারে! শুরু হয়া গেলো ওর গোটা শহরের বিরুদ্ধে একলা ফাইট।
ডাউনলোডান এইখান থিকা
২য় ছবিটা হইলো "How to Lose Friends & Alienate People (2008)"। এই মুভিটা আমি দেখসিলাম শুধু মেগানের জন্য।তবে আমার ডাউনলোডান উসুল হয়া গেসে ওর অ্যাকটিং
ছবিতে সাইমন একজন ব্রিটিশ স্ট্রাগলিং সাংবাদিক যার ম্যাগাজিন চলে টাইনা টুইনা। যে কোনো মুহুর্তে যাইতে পারে বন্ধ হইয়া। সেই মুহুর্তে সে নিউইয়র্ক থেকা চাকরির অফার পায়। কিন্তু তার স্বভাবসুলভ ফানি ও স্টুপিড ব্যবহার দিয়া সে সেই অফিসের সবাইরে অতিষ্ট কইরা ফালায়। প্রথমে সবাই তার উপর ক্ষিপ্ত হইলেও তার মানবীয় ব্যবহারের কারনে সে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে আর খুঁজে পায় তার প্রকৃত ভালোবাসাকে।
আপনারা কিন্তু এই মুভিটা দেখার আগে একটু সতর্কতা নিবেন। বিশেষ কইরা মেগান ফক্সের পুলে নামার সীন দেখার সময়। তখন কেউ যদি গেয়ান হারায়া ফালান সেক্ষেত্রে আমি কোনোমতেই দায়ী না।
(এর বাকী ছবি আপনারা দেইখা নিয়েন
ডাউনলোডান এইখান থিকা
হ্যাপী মুভি টাইম!!!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




