সারাহ। আমার ৬ বছরের ছোট চাচাতো বোন।
সেদিন একটি বিয়ে থেকে বাসায় ফিরে ওর সামনে কথা হচ্ছিলো বিয়ে নিয়ে। যেহেতু আমার বিয়ের বয়স যথেষ্ট হয়ে গেছে, আমাকে নিয়ে তার বাবা মা কথা বলছিলো।
সে আমাকে বিয়ে করবে!!
সেদিন বাসায় ফোন করে জানলাম সে এসেছে বেড়াতে। ভাবলাম ওরে একটু টিজ করি। ছোটো ভাইকে বললাম ওকে ফোন দিতে। দেখি হবু কনে লজ্জা পেয়েছেন।
ভাইকে দিয়ে ওকে বললাম যে আমাকে বিয়ে করলে বিদেশে থাকতে হবে। বাবা মাকে ছেড়ে একা সারাদিন বাসায় থাকতে হবে! সে কি থাকতে পারবে কিনা?! বরাবরই ও বাবা মাকে ছেড়ে রাতে ঘুমাতে পারে না, আমি জানি। এ প্রশ্ন ওরে ফ্রিক আউট করে দেয়ার কথা।
তারপর কিছুক্ষন নীরবতা। তারপর ও যা উত্তর দিলো তাতে উল্টা আমিই ঠাসকি খাইয়া গেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




