প্রেম মানে যেন মেঘের আড়ালে রোদের ছট্ফটানি,
প্রেম মানে যেন দরীয়ার জলে জোৎস্নর কানাকানি ।
প্রেম মানে যেন রুপসী বাংলা রুপে রুপে অপরুপা,
প্রেম মানে যেন তণ্বী তরুনী'র দীঘল চুলের খোঁপা ।
প্রেম মানে যেন বৃষ্টিতে ভেজা দীঘিতে সাঁতার কাঁটা,
প্রেম মানে যেন শিকারী ছেলের হরিনের পিছু ছোটা ।
প্রেম মানে যেন ভাটিয়ালি গান রাখালিয়া কোন বাঁশি,
প্রেম মানে যেন গোলাভরা ধান কৃষকের মুখে হাসি
প্রেম মানে যেন প্রদীপের আলো ধূপের সাদা ধোঁয়,
প্রেম মানে যেন তোমার অধরে আমার উষ্ন ছোয়া ।
প্রেম মানে যেন গধুলির রং তারাভরা কোন রাত,
প্রেম মানে যেন আমার মায়ের স্নেহময়ী দুটি হাত ।
প্রেম মানে যেন সিথীর সীদুর মুছে যাওয়া কোন নারী,
প্রেম মানে যেন ধর্ষীতা মেয়ের ছেড়া-ফাড়া লাল শাড়ি ।
প্রেম মানে যেন বেদনার মাঝে একটুখানি হাসা,
প্রেম মানে যেন অনেক সুখেও দু'চোখের জলে ভাসা ।
প্রেম মানে যেন ব্যর্থ প্রেমিকার জলেভরা দুটি আঁখি,
প্রেম মানে যেন গলাগলি ধরে নীড়ে ফেড়া দুটি পাখি ।
প্রেম মানে যেন শুধু হাহাকার সেই মুখখানা কই,
প্রেম মানে যেন সব্বাই আছে তবু কেন তুমি নেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


