১) ছেলে: বাবা, আর্জেন্টিনা কবে বিশ্বকাপ জিতছিল?
বাবা: ছোটো বেলায়?
ছেলে: কার ছোটো বেলায়?
বাবা: আমার দাদার
২) ছেলে: বাবা, আমি তো আর্জেন্টিনার সাপোর্ট করতে করতে বুড়া হইয়া গেলাম কিন্তু বিশ্বকাপ জিততে পারলাম না...
বাবা: তর দাদায়ও এই দুক্ষ নিয়াই মরছেরে বাপ
৩) ছেলে: বাবা, তুমি কি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখছ?
বাবা: হ দেখছি।
ছেলে: কবে?
বাবা: কালকে, ইউটিউবে
৪) ছেলে: বাবা, কি নিয়ম করলে আর্জেন্টিনাও বিশ্বকাপ জিততে পারে?
বাবা: ফিফা যদি হাত দিয়া গোল দেয়ার নিয়ম করে।
ছেলে: কিন্তু ১৯৮৬ তে ত হাত দিয়া গোল দেয়ার নিয়ম ছিলনা তবুও ত ম্যারাডোনা হাত দিয়া গোল দিয়া বিশ্বকাপ জিতছে।
বাবা: কই ১৯৮৬ আর কই ২০১৪। ২৮ বছরে প্রযুক্তি ক......ই... গেছেগা।
ছেলে: তাইলে তো অন্যরাও হাত দিয়া গোল দিব।
বাবা: হি হি, অরা ১১ জনে হাত দিয়া গোল দিব আর আর্জেন্টিনা ১৪ জনে
৫) ছেলে: বাবা, ব্রাজিল ৭আপ খাইল তাই অগরে কাপ ধরতে দিল না। আর আর্জেন্টিনা থাম্বস আপ খাইল (১ গোল) তবুও অগরে কাপ ধরতে দিলনা কেন?
বাবা: ফুটবলে আল্লাহ্র আইন চলেরে বাবা... দানে বাড়ে.......