আমি স্বপ্ন খুব মানি।
আমার বিশ্বাস হয় যে,আল্লাহ স্বপ্নে বান্দা কে আসন্ন বিপদের সংকেত দেন।
দয়া করে কেউ যদি এর মানে জানেন তো বলবেন।আমি খুব চিন্তিত আছি। আমি গতকাল সেহরি খেয়ে ঘুমুতে গিয়ে এক বিরাট স্বপ্ন দেখি,তার একটা অংশ ছিল এরকম যে,আমি আর কয়েকজন একটা ঢালু গাছ আর ঘাসঅলা জায়গায় দাড়িয়ে গল্প করছি।আমার কাছে একটা হরিণের বাচ্চা দাড়িয়ে আছে।আমি ওটা কে আদর করছি আর কথা বলছি।
এমন সময় আমি কথা বলতে বলতে এদের ছেড়ে কিছুটা এগিয়ে যেতেই আমার পায়ের নিচে একটা সাপ পড়তে গিয়েও খুব সাবধানে তা সামলাই।
এর পর ভয় পেয়ে,ওদের কাছে আসতে গিয়েও আমাকে আরও ৩টা সাপ একই ভাবে পায়ের নিচে পড়তে পড়তেও খুব ভযাবহ ভাবে তা সামলাই।আগে বলে নিই,আমার সাপ ভীতি সেই।একটাও আমাকে কামড় দেয়নি। তবে দেখলাম ,ঠিক আমার পায়ের সামনে আমাদের অফিসের এক প্রোগ্রাম প্রডিউসার মারুফ ভাই যেদিকে বসে আছেন সেদিকে ছুটে গেল।তিনি এক লাফে উঠে বললেন,"চলেন চলেন ।এখানে অনেক সাপ।"
বলে আমরা সবাই চলে এলাম।তবে কেউ সাপের কামড় খাইনি।কিন্তু উপরে উঠে দেখি যে হরিণটা কে আমি আদর করছিলাম,সেটাকে একটা সাপ কামড় দিয়ে একদম খোড়া করে দিল।
কি অদ্ভূত স্বপ্ন !!!!!!!!!!!আসলে আমার সময়টা খুব বাজে যাচ্ছে তো তাই জানতে ইচ্ছে হচ্ছে এর অর্থ কি???????????
আবার বলছি, দয়া করে কেউ জানলে আমাকে জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






