ভাবতে পারিনি জয়টা আমারই হবে।
আরে এটাইতো ভাবিনি যে এটা একটা খেলা।
কিন্তু প্রতিপক্ষ যখন আমাকে বলে যে এটা খেলা আর আমি এই খেলায় বিজয়ী তখন কি আর আনন্দ থাকে?
আনন্দ থাকত যখন প্রতিযোগীতার আগে জানতে পারতাম এটা খেলা।
কেন আমি জিতলাম সে আমাকে বলেনি।
কিন্তু আমি জিতার পর জানি আমারই জয় হওয়ার কথা।
কারণ আমি বিনয়ী ছিলাম।
প্রতিপক্ষই বলেছিল আমায় বিনয়ী হতে।
সে আমায় সব জায়গায় ঠকিয়ে আসছে আমি বিনয়ী বলে।
কিন্তু আজ মহাসমারোহে নিজের অজান্তেই জয়ী হলাম।

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




