২০১৩ সালের পর আজ আবার সামুতে ব্লগ লিখছি, অনুভূতি নতুন নয় কিন্তু সময়ের সাথে সাথে আমিও বদলে গেছি। প্রতিদিন ঘুম ভাঙ্গার অনুভূতি একই রকম হয় না তাই এত বছর পরে ব্লগ লিখেও তেমন উচ্ছসিত নই।
এখন ফেইসবুকের সোনালী সময়। আমার আশেপাশের অধিকাংশ মানুষ ইন্টারনেট মানেই ফেইসবুককে মনে করে। কি নেই ফেইসবুকে! ছবি, ভিডিও, রিল, মিউজিক মিলিয়ে ডিজিটাল আবর্জনার সমাহার। আমিও ফেইসবুক ব্যবহার করি আর ব্যথিত হই। আজও ঘুম ভেঙ্গেছে ফেরি ডুবির পোস্ট দেখে। আগে সামুতে বৈচিত্রময় ব্লগ দেখে ঘুম ভাংতো আর ফেইসবুকে যেতাম দুষ্টুমি/ফাইজলামি করতে। ফেইসবুক ছিল বন্ধু আড্ডা গান আর সামু ছিল আবেগ, দর্শন, অনুভূতি।
আজকাল মন মানসিকতা ফোকাসে রাখা অনেক কষ্টকর যে কারণে ব্লগ লিখা হয় না। তাছাড়া সামু অনেক বছর অন্ধকারে ছিল। এখন অনেক আচরণ অভ্যাস বদলে গেছে। সময় পেলে সামুতে এসে ঘুরে যাই। বিক্ষিপ্ত চোখ পরিচিত ব্লগারদের খুঁজে ফিরে। নিজেকে প্রশ্ন করি, বারবার কেন ফিরে আসি?
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



