যতবার আমি দু’চোখে সবুজ স্বপ্ন জড়াতে চাই -
কালবোশেখীর হিংস্র থাবায় ভেঙে যায় সবকিছু ;
থেমে যায় যেন মহাজীবনের সুরেলা সেই সানাই -
যে সুরের টানে ছুটেছি একদা স্বপ্নঘোড়ার পিছু !
আমার ফুলের বাগানে এখন রঙ নেই ঘ্রাণ নেই -
পাতায় পাতায় কীট-পতঙ্গ ছড়িয়ে রেখেছে বিষ ;
ভোরের নরম বাতাসে এখন গীতিময় প্রাণ নেই -
শিল্পী পাখিরা ছন্দ ভুলেছে দোয়েল ভুলেছে শিস্।
নীল গগনের উদার দৃষ্টি দেখে না আমার চোখ -
সমুদ্র দেখে কান্না ভোলে না ব্যাথিত হৃদয় আজ ;
বরং ভেতরে ঢেউ খেলে শুধু শব্দবিহীন শোক -
মেঘের প্রলেপে ম্লান হয়ে যায় স্বপ্নের কারুকাজ।
তবুও আশার আলোকমালায় সুপথ দেখবো বলে-
সোনালী রূপালী মিনার গড়েছি হৃদয়ের অঞ্চলে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




