“জীবন তোমায় জানাই আমি হাজার সালাম,
কোথা থেকে কেমন করে এতদূরে এলাম ।
ফেলে আসা নানা রঙের দিনগুলি,
মনের ভিতর পাখা ঝাপটায় ঝড়তুলি ।
আকাবাকা দীর্ঘপথ পাড়িদিয়ে এলাম ।
সবার মতো অনেক কিছু হয়তো আমি পাইনি,
সুখের পাখি খাচার ভেতর পুষতে আমি চাইনি ।
চলার পথে বাকেবাকে ফাদ ছিল,
আকাশ জুড়ে তারার মেলা,চাদ ছিল ।
পাখির ডাকে ভোরের আলোয় দিশা পেয়ে গেলাম,
জীবন তোমায় জানাই আমি হাজার সালাম ।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




