কবিতার মহাসগরে আমি এক পাল তোলা নৌকা
এতই ছোট যে জাহাজের দূরবীণে ধরা পড়িনা ।
তবু জেনো-
বুকে আমার উপচে পড়া সাহস
চোখে বাঁধ ভাঙার দুরন্ত নেশা
অসীম সমুদ্রে ডুবুরীর মত মুক্তো খুঁজে বেড়াই ।
সূর্যের অগ্নিবর্ষণে আমাকে ছায়া দেয় এ্যালবার্ট্রস
ডলফিনের পিঠে চড়ে আমি দূর করি অবসাদ
হঠাৎ ঢেউয়ের সাথে হাওয়া এসে
লাগিয়ে দেয় মল্লযুদ্ধ ।
বিশাল জলরাশি তোলপাড় করে পাড়ি দেয় সাবমেরিন
আমাকে অবঙ্ঘা করে চলে যায় কত ইঞ্জিনের বাহন
কিন্তু ওরা জানেনা মেঘের দেয়া
বৃষ্টির সুতো ধরে আমি পৌছে যাব
আমার আকাঙ্খার স্বপ্নদ্বীপে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




