যদি ভালোবাসতে দাও
পৃথিবীর সমস্ত পুরুষের ভালোবাসা প্রত্যাখান করবো ,
তাজমহল দেখতে যাবোনা
গাঙচিল পাখায় চড়ে ।
ত্যাগ করবো ঝুলন্ত উদ্যানে বেড়ানোর অভিলাষ ।
যদি ভালোবাসা পাই
জীবনের নিশ্চিত সুখ তুচ্ছ করবো
পৃথিবীর সকল ঐশ্বর্যকে পায়ে ঠেলবো
স্বর্গীয় দূতকেও ফিরিয়ে দেবো অবহেলায় ।
যদি বলো ভালোবাসি
অনিদ্রাকে রাতের সঙ্গী বানাবো
দুঃখের সাথে আপোষ করে নেবো
দারিদ্রকে আলিঙ্গন করবো নির্দ্বিধায় ।
যদি একবার কাছে ডাকো
গাছ তলাতে মোদের বাসর সাজাবো
উত্তোরে হাওয়াকে সানাই বাজাতে বলবো
পরস্পরকে জেনে নেবো
জোনাকির ক্ষীন আলোয় ।
যডি আবেশে জড়িয়ে নাও
নিজেকে তোমার মাঝে সমর্পণ করবো
প্রেমের দেবী ভেনাস কে হারিয়ে সম্রাজ্ঘী হবো
তোমাতে মিশে গিয়ে অমর হয়ে রবো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




