**মনে হলো এই মাত্র একটি মাঝারি ভূমিকম্প হয়ে গেল ৩০ই জুলাই ২০১০ রাত ৮:৪৮ মিনিট।
এই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে কি ? সাবধানতা ??? !!!
**আবার ১২ই ফেব্রুয়ারী ২০১১ বিকেল ৪:২৫ মিনিটে আরেকটি ।
**সপ্তাহ খানেক আগে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল ।
**আবার ৩রা মে ২০১১ রাত্র ৮:৩৯ মিনিটে আরেকটি মৃদু ভূমিকম্প ।
**আবার ২২শে জুলাই ২০১১ সকাল ৬:৫৮ (প্রায়) মিনিটে আরেকটি মৃদু ভূমিকম্প ৪.১ মাত্রা ।
**১৭ই মার্চ ২০১২ সকাল ৮:৫৬ , ১০ সেকেন্ড স্থায়ী ৪.৬ মাত্রা ।
প্রথম আলো এবং বিডি নিউজ ২৪ এ বিরাট করে ফিচার ।
**১১ই মে ২০১২ সন্ধ্যা ৬:৪৫ , ১০ সেকেন্ড স্থায়ী ৫.৩ মাত্রা ।
**২২ ডিসেম্বর ২০১২ সারা দেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে।
রাত ১০টা ৪১ মিনিটে ,রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
**০৯ই জানুয়ারী ২০১৩ , সকাল ৮:৩৫ মি (প্রায়) ৫.৯ মত্রা, পত্রিকায় ব্ল্যাক আউট (আমি দেখিনি) কিন্তু টিভি টেলপে দেখিয়েছে ।
**১৯শে ফেবব্রুয়ারী দিবাগত রাত ৩:০৫ (২০শে ফেব্রুয়ারী) ২০১৩ , স্থায়ীত্ব ও পরিমাপ : রিখটার স্কেলে ভূকম্পনটির তীব্রতা ছিল ৪.৫।
** ০৮ জুলাই ২০১৩ সকাল প্রায় সাড়ে নয়টা , ৪.৪ মাত্রা
** ০৬ নভেম্বর ২০১৩ বাংলাদেশ সময় সকাল ১০টা ১৬ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। উত্পত্তিস্থল ঢাকা থেকে ৩৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে, আসামের বড়পাথর এলাকা।
**২০ নভেম্বর ২০১৪ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটে (২১ নভেম্বর ২০১৪) ৩ সেকেন্ডের মত কম্পন অনুভূত হয়েছে।
**২৫-০৪-২০১৫
শনিবার বেলা ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ডে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল, ভারত ও বাংলাদেশ। এর উৎপত্তিস্থল ছিল নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাত্রা ছিল ৭ দশমিক ৮।
**২৬-০৪-২০১৫
**২৭-০৪-২০১৫
সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সৃষ্ট এই ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশ সীমান্তের কাছেই ভারতের মিরিকে।
**04-04-2016
আবহাওয়া অধিদপ্তরের ভূ-কম্পন পর্যবেক্ষণ কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বাংলাদেশ সময় বেলা ১টা ৪২ মিনিটে রিখটার স্কেলে ৪.৬ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২১২ কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের লাখিপুরে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
অবশ্য যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস এ ভূমিম্পের মাত্রা ৫ ছিল বলে জানিয়েছে
**১৩-০৪-২০১৬
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।
বাংলাদেশে স্থানীয় সময় ৭টা ৫৫ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে।
রয়টার্স বলছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূকম্পন অনূভূত হলে অনেকেই আতঙ্কে ভবন থেকে বাইরে বের হয়ে আসেন।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেছেন, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে এর উৎপত্তিস্থল।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




