একটি ভয়ানক ব্যাপার ঘটে গেল , অন্তত আমার মতো মধ্য বিত্ত পরিবারের জন্য , যারা প্রতিদিন সাবারবান সিটি থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন বাসে যাতায়াত করে।
আমরা , মধ্যবিত্তরা, যারা মাথা উচু কিংবা নীচু করতে পারিনা , যারা বাসে ন্যায্য ভাড়া দিতে অপারগ, ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করতেও অপারগ, আমাদের কিভাবে মাসের অতিরিক্ত খরচ যোগার হবে ?
বাসের ভাড়া ইচ্ছে মতো বাড়ানো হবে কাল থেকে ।
কারন সি.এন.জির মূল্য বৃদ্ধি ।
আমরা প্রতিবাদ করতে পারবো না ।
কারন
--- আমরা মধ্যবিত্ত (সমাজের সবচেয়ে অবহেলিত / নির্যাতিত অংশ ) ।
--- আমরা বাস মালিকদের পালিত মাস্তানদের প্রতিরোধ করতে পারবো না , সেই সাহস ও সংগতি আমাদের নেই ।
--- আমরা সি.এন.জির মূল্য বৃদ্ধি ঠেকানোর জন্য আন্দোলন ও করতে পারবো না , কারন আমাদের একতা নেই, নেই প্রয়োজনীয় সাহস ও সৎ সঞ্চালক । তাছাড়া মামলা-হামলাকে কে না ভয় পায় ।
বলতে পারেন কি - কাল থেকে বাস ভাড়া কতো হবে বিভিন্ন রোডের ?
১। মতিঝিল থেকে ফার্মগেইট
২। মতিঝিল থেকে মিরপুর
৩। মতিঝিল থেকে বনানী-এয়ারপোর্ট-উত্তরা
৪। মতিঝিল থেকে সাভার
৫। মতিঝিল থেকে নারায়ণগঞ্জ
৬। মতিঝিল থেকে নরসিংদী
অন্য আরও সাবারবান শহরে ?
মাসের শেষে অতিরিক্ত কতো টাকা গুনতে হবে ?
সেই অতিরিক্ত টাকা আসবে কেথা থেক?
জবাব দিন ।
জবাব দিন ।
জবাব দিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




