
এখন তুমি কোথায় আছো?
কেমন আছো?
পত্র দিও ....
এখন তোমার নতুন জীবন চলছে কেমন?
পত্র দিও ....
কেমন আছে বাড়ির সবাই?
পোষা বিড়াল ময়না পাখি?
বুলবুলিটা বসতো এসে, ভোরের দিকে জানলা ঘেঁষে,
সে কি আসে? আজও আসে?
আমায় খোঁজে?
রাত্রীভরা জল পড়া সেই জলের কলটা,
ঠিক করেছো?
খিড়কিদ্বারে আধমরা সেই জবার ডালে,
ফুল ধরেছে?
জানালাতে নতুন বুঝি পর্দা ঝোলে?
পুরোনোটা ছিল মলিন ঝ্যালঝেলে আর চালচুলোহীন,
ভবঘুরে...
নতুন জীবন, নতুন ভূবন, নতুন করে গুছিয়ে নিও।
এক ভুল আর আর করোনা, বার বার করো না।
একটা জীবন অনেক ছোটো,
ইচ্ছেগুলো অনেক বড়-
ভালোবাসা হারায় না সে, শুধুই কাঁদায়-
হারিয়ে যাওয়া দিনের তরে,
যেদিনগুলো যায় হারিয়ে চোখের জলে!
শুধুই কাঁদায়...
লিখেছিলাম কত্তকিছু,
জবাব দিলে এক ছত্রে, ইমেইল পত্রে।
এখন তো আর কেউ লেখে না কাগ্ জে চিঠি
লিখলে সেথায়- "কারো খবর নেইকো জানা"
হয়তো তোমার বলতে মানা,
জবাব দিলে এক ছত্রে, ইমেইল পত্রে!
তবুও তো জবাব দিলে !
সে যাই হোক,
তাই তবে হোক,
কিচ্ছুটি আর নেই জানতে,
তুমি শুধু জানিয়ে যেও, তোমার কথাই
মাঝে মাঝে জানিয়ে যেও তোমার কথাই,
এই একটা কথাই জানিয়ে যেও
ভালো আছো....
অনেক দূরে-
তবুও আছো-
ভালোই আছো-
জানিয়ে যেও-
শুধু এমন এক ছত্রেই
ইমেইল পত্রে ......
লেখাটা দু'জনাকে উৎসর্গ করছি। এক বিজন রয় ভাইয়াকে। কারন সবার জানা .....
আরেক ডার্কম্যান ভাইয়াকে কারণ ভাইয়ার জানা!
লেখাটা আমার, আবৃত্তিও আমার, ব্যাকগ্রাউন্ডে বাঁশী বাঁজিয়েছেন একজন নাম না জানা বংশীবাদক। যার বাঁশির সূর অসাধরণ! সম্ভবত তাহার নাম তানু....
এই সে আবৃতি লিঙ্ক
ছবি- Iconic Black and White Indian Woman Portrait,
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




