ক্লাস শেষ করে বাইর হইলাম। সন্ধ্যা হয় হয় করতেছে। আকাশে দেখলাম একগাদা বিদেশী পাখি উড়াউড়ি করতেছে মশার মত!! :#> :#>
আকাশ আর দেখা যায়না, খালি পাখি আর পাখি ! সঙ্গে কিচিরমিচির। ভাবলাম এত্ত ভাল শট তো মিস করা যায়না, গেলাম লেকের পাড়ে। নোকিয়া দিয়া ছবি তুইলা মনে হইল গাছের তলে আন্ধারে কিছুই দেখা যায়নাই। কি করুম ?? গেলাম ব্রিজের উপর । আহা !!! পাখিতে পাখিতে আকাশ পক্ষীময় ! ভাল ভাল কয়েকটা শট নিলাম
দে দৌড় !! দেখি লোকজন যে যা পারে মাথার উপর দিয়া গাছতলা পার হইতেছে , আর আমি কিনা গাছেরই নিচে খাড়ায় আছি !!! কোনমতে দৌড় দিয়া সানসেটের তলে আইসা খাড়াইলাম ! ভাগ্যিস মাথায় গু পড়েনাই !
It was shitting cats and dogs ! :-< :-<

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


