তোমার শাড়ীর ভাঁজে-
চোরকাঁটা এই মনটা আমার ইচ্ছেমতো সাজে।
উদাস পাখীর গান যে আমার ঠোঁটে,
হাজার কথার শব্দ মধুর ছোটে।
ব্যস্ত ব্যকুল কলিরা সব ফোটে,
অলিরা আজ দল বেঁধে ঐ জোটে।
মনটা আমার কেমন কেমন করে,
ঘাসের ডগায় শিশির যেমন ঝরে।
বাবুই পাখীর ছোট্ট সেলাই ঘরে,
সুখ মাখা রোদ উপচে যেমন পরে।
বসন্ত কী আর আসছে ফাগুন টানে,
এই বারতা আর কী সবাই জানে।
মনটা ভীষণ আনমনা এই ক্ষণে,
দুলছে দোদুল হৃদয় সুরে গানে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



