কিস্তি দিতে দিতে যখন কিস্তি আমি করি মাত
কিস্তি শেষে দেখি আমার জীবন নৌকা পুরা কাত
টেনে টুনে নৌকা আমার একটু সোজা করি বা যাও
মাঝ দরিয়ায় আটকে থাকি যায়না বোঝা পানির ভাও
মহাজনে দাওয়াত পাঠায় পহেলা বৈশাখ হালখাতা
শুন্যে ভরা জীবন আমার কেমনে ভরি দেনার খাতা
ভিটে মাটি যাওবা ছিল হালের ছিল দুইটা বলদ
বিয়ার যুগ্যি দুই মাইয়া জন্ম দেয়াই ছিল গলদ
মহাজনে দিলো টাকা মাসে মাসে কিস্তি আগাম
মাইয়া গেল শশুর বাড়ী মহাজনে ধরলো লাগাম
লাঙ্গল বীজ রইলো পড়ে আমি যোগাই কিস্তি মাসে
আমার জমি আমার বদল মহাজনেই হাল চাষে
দাদার কালের ভাঙ্গা নৌকায় খেয়া ঘাটে দেই পাড়ি
মাইয়া জামাই সেই নৌকায় আসে যায় বাপের বাড়ী
ভিটে আমার আছে টিকে বলদ গেছে কিস্তি দিতে
কৃষকরা সব এমনি বলদ মহাজনরা যাচ্ছে জিতে
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৬ ভোর ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



