নিজের চোখে পৃথিবীকে যে যেভাবে চায় সেভাবেই দেখতে পারে , তবে অন্যের দৃষ্টিতে সেই একই রূপের ভিন্নতা মানুষের সহ্যসীমার চুড়ান্ত পরীক্ষা না নিয়ে ফিরতি পথ ধরে কখনো চলেছে বলে কখনো জানা যায়নি ...
****************************************
অন্যের চোখে নিজের অবয়ব দেখার মত বোকামী পৃথিবীতে বুঝি আর দ্বিতীয়টি নেই ... যতবার ই মানুষ এ কাজটি করতে চেষ্টা করবে , ততবার ই মনে হবে যেন , এর চেয়ে আত্মহত্যাই সহযতর ছিল ...
*************************************
রূপের মুগ্ধতায় পাগলপ্রায় মানুষের পাগলামী ক্ষনস্হায়ী ... গুনের মুগ্ধতায় কাতর মানুষ অবহেলার শিকার হলেও অনুভূতিগুলো তার সাথেই রয়ে যায়... আমৃত্যু ...
**************************************
আপাত দৃষ্টিতে অন্যের শক্তির কাছে মানুষকে পরাজিত হতে দেখলেও নিজের আত্মবিশ্বাসের কাছে পরাজিত মানুষরাই সত্যিকারের পরাজিত হয়ে থাকে ..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




