প্রিয় বন্ধুরা নব্যরেজাকারদের কতিপয় শব্দচিহ্ন দিচ্ছি সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারবেন।
১. যারা মাঠকে ময়দান বলে;
২. যারা মহিলাদেরকে জেনানা বলে
৩. যারা জীবনকে জিন্দেগি বলে
৪. যারা ঘনঘন যুক্তিবাদী হয়ে যায়
৫. যারা ভ্রমনকে বলে সফর
৬. যারা ঘন ঘন হেদায়েত হেদায়েত করে
৭. মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে
৮. যারা যুদ্ধাপরাধীদের আগে বলবে 'তথাকথিত'
৯. ধন্যবাদের বদলে বলে শুকরিয়া
১০. পোশাককে বলে লেবাস
১১. গু-লাম আজমকে বলে প্রফেসর সাহেব
১২. শেখ হাসিনাকে বলে বুবুজান
১৩. রোজাকে বলে রামাদান (উচ্চারণটা গলার ভেতর থেকে)
১৪. জনাব এর বদলে বলে মোহতারাম এবং এর স্ত্রীবাচক মোহতারামা
১৫. নামাজকে বলে সালাত
১৬. সভাপতিকে বলে নায়েবে আমীর
১৭. জামাতকে বলে জামায়াত
১৮. পারতপক্ষে প্রচলিতভাবে খোদা হাফেজ না বলে গলার ভেতর থেকে বলবে আল্লা হাফিজ (কী পার্থক্য আল্লাই জানেন)
১৯.
১১. খোদাহাফেজ না বলে, প্রায়ই আল্লাহাফেজ বলে
১২. মাননীয় না বলে বলবে, মোহতারাম
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




