৬টি জাতীয় নির্বাচন অংশগ্রহনের সুযোগ আমার হল এই ছোট্ট জীবনে। কিন্তু এবার ভোট দেয়া থেকে বিরত থাকলাম। অনেক কারন:
১. নিরাপত্তার হীনতা
২. উপযুক্ত পার্থী না থাকা
৩. উৎসবমূখর পরিবেশ না থাকা
৪. নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকা
৫. বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা না থাকা
৬. লীগ সরকাররের অর্থনৈতিক দূরাবস্থার সৃষ্টির জন্যে মানসিক ক্ষোভ
৭. সকল মিডিয়ার স্বাধীনতা না থাকা
৮. যে লাউ সেই কদু... আমার এলাকায় একজন সতন্ত্র (যে ছিল আওমীলীগের সাবেক সভাপতি ), আর একজন বর্তমান সভাপতি, অন্য একজন বিরোধি দল ছেড়ে দিয়ে আওমিলীগে যোগদান করা আর এক পার্থী... মজা আর মজা...
দেশে আসলে হ্যাঁ না ভোট দরকার ১৯৮১ র মতো। ৪ বারের মত টেকনিকাল জয়ী হয়ে জন জীবন বিশিয়ে তোলার কোন মানে হয় না। মহাথীর মোহাম্মদ কি করেছে আর বুবু জান কি করতেছে... আফসোস...
যাই হোক, যারা বিজয়ী হলেন, তাদের বিশেষ যোগ্যতা আছে বলেই হলেন। সবাইকে শুভাশীষ।
আনন্দে কাল থেকে একটা গান শুনছি, ভালই লাগছে... আপনারাও হয়ত শুনেছেন...
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



