জয়নালের শিমুল বাগান, সুনামগঞ্জ। প্রথম গেছি ২০১৪তে, তারপর আরও ৬ বার গেছি। এখন লোকে লোকারন্য, ক্রাউড, মাদকের আখড়া। যেতে ভালো লাগে না। শিমুল বাগান কে দুচোখ ভরে আর দেখা যায় না।
নোভা ছড়া টি এস্টেট সিলেট।
নোভা ছড়া টি এস্টেট সিলেট। হঠাৎ হাতির অর্ভ্যথনা। প্রথম গেছি ২০১৯ এ।
ছাতক বুদ্ধিজীবি শহীদ মিনার। প্রথম গেছি ২০১৩ তে। এরপর অসংখ্যবার।
বাঁশতলা বুদ্ধিজীবি শহীদ মিনার, ছাতক সিলেট। প্রথম গেছি ২০১৫তে। এরপর আরও দুবার।
জায়গার নাম মনে নেই। সিলেট টু মৌলভিবাজার রোডে পরে এই শহীদ মিনার।
জাফলং ঠিক কতবার গেছি মনে নেই। প্রথম যাই ২০০৪এ।
জাফলং টি এস্টেট, সিলেট
তামাবিল জিরো পয়েন্ট, ভারত অংশে রাতের আলোক সজ্জা।
হরিপুর, বৃক্ষ তলে জোছনা স্নান।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ রাত ৯:৩৫