::..কথা বলতে গিয়েও আমি থেমে যাই
মনের অজান্তেই আমার কথাগুলো অন্য পথে চলে,
আমি যে সব পথ ফেলে এসেছি
সেসব পথে চলে যায় আমার স্বপ্নগুলো বারবার।
ও দের ফেরাতে আবার আমি ভুলে ফিরি
পথ ভোলা স্বপ্নগুলোর কান্না থামাই একান্তে ।
অতঃপর-
আবারও ভুল করে আমার কথাগুলো,স্বপ্নগুলো,
আমি বারবার ফিরে যাই পেছনে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




