সময়ের স্রোতে ভেসে পাহাড়ের কান্না হয়ে উঠে সাগর
কালে কালে এই সাগরও একদিন মহা সাগর হয়,
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় স্বপ্ন
আমি এবং আমরা সকলে শুধু দাড়িঁয়েই থাকি ।
জীবনে প্রথম যেদিন দাড়িঁয়ে ছিলাম... ..
ঠিক সোজা হয়ে স্বপ্ন দেখার জন্য,
আজও সেই একই জায়গাতে দাড়িঁয়ে আছি
সময় বদলে দিচ্ছে চারপাশের পরিবেশ
বিবর্ণ থেকে রংহীন হয়ে হারিয়ে যাচ্ছে স্বপ্নগুলো ।
এবং তুমিও . . . . . !
(২৭/০৩/২০০৯)
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




