::..অন-ইচ্ছার ভালোবাসাটাকে
তোমার প্রেম কুড়াতে বের হতে বলি
শিলা বৃষ্টির রাতে,
বসন্তকে ভালোবেসে কেউ কেউ
পুড়ে ছাই হয়ে যাচ্ছে,অভিমান তবুও
গ্রীষ্মের দুপুরের সাথে... ...
ইচ্ছের হয়না ভালোবাসা
মৃত জন্মায় অযোগ্যতাকে মানেনা বলেই
ব্যাথা জমায় সময়ের বুকে,
সপ্নগুলো খুজেঁ বের করে
সপ্ন থাকার অযুহাত প্রতি ক্ষণে ক্ষণে
নির্বাসিত হয় শোকের চোখে...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




