::..শৈশবেরা কানা-মাছি খেলে একলা উঠোনে,
কৈশোরেরা শিকার খুঁজে ফিরে মনের বোনে..
স্বপ্নের ফেরিওয়ালা খালি হাতে বাড়ি ফিরে,
ঝুড়ি ভর্তি স্বপ্ন থেকে যায় গোছানো...
বেহালাটা বেজে উঠে নিজের জন্যই
সব তার ছেঁড়া হয়ে গেছে কবেই...
কালিহীন কলম লিখে চলে অবিরত,
এক একটা পৃষ্ঠা শেষ হতে থাকে দ্রুত..
অযথাই কিছু ফুল বাগানেই ঝরে পড়ে,
প্রয়োজন শেষে প্রেম হয় ডাষ্টবিনের...
প্রতিটি বিকেলের শেষে লাল সূর্য দেখা হয়না,
মেঘ দেখেও ঘরে ফিরে কেউ না ভিজেই...
যদি কোনোদিন চুক্তি ভেঙ্গে দেয়
সূর্য চাঁদের সাথে আলো বিনিময়ের...??
তবুও জোস্না খুঁজতে কেউ কেউ হারাবেই..
অতপরঃ
অন্ধকারের হয়ে যাবে সব কিছুই,
ভুল উত্তরের অনুশোচনা না শুনেই
আরো একটা ভুলের জন্ম হবে.........।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




