সেই প্রথম ছিলো তোমার হাতের স্পর্শ আমার হাতে,
অনেকক্ষণঃ ভাবনায় অনন্তকাল....
পবিত্রতার মানে বুঝতাম শুধু হাত দু'টোকে
আগলে রাখা অন্য স্পর্শ থেকে....
কোন এক সময়-
ঝাপসা চোখে রোজ বদল করে চলি স্পর্শ ,
অসংখ্য আনাগোনা এখন; চেনা-অচেনার....
ইচ্ছার বিপরীতে কিংবা বিকৃত ইচ্ছায়,
এমনই হওয়ার কথা উপেক্ষার পরিনাম...
পরবর্তি দৃশ্যের সংলাপের জন্য জীবনকে অপেক্ষায়
থাকার কথা কেউ বলেনি |
রিষ্ট-পুষ্ট নষ্ট সময় চলছে......
কার এতো দায়? তোমার জন্য করা আমার ভুলগুলোর
সমীকরণ করবে রোজ রোজ...
তবুও কোন এক সময় যদি তুমি পেরত চাও,
তোমাকে উৎসর্গ করা আমার সবকিছু...
হতেও পারে তোমার মৌলিক চাহিদা তখন,
আমি শুধু পরাজয়ের অপবাধটা নিতে প্রস্তুত;
কোন কালেই আমার কিছু ছিলোনা তোমাকে দেওয়ার মত,
তোমার মত......... আমাকে ছাড়া......।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




