স্বাধীনতার ৪২ বছর পরেও এই ছাপ্পান্ন হাজার
বর্গ মাইলের বাংলাদেশ বয়ে চলছে ৭১ এর
সেই ক্যান্সারের জীবানু জামায়াত শিবিরদের।
স্বাধীনতার ৪২ বছর পরেও দেখতে হয় একাত্তর এর
পরাজিত শক্তির হিংস্রতা আর বর্বরতা।
স্বাধীনতার ৪২ বছর পরেও দেখতে হয় এক সময়ের
বীর মুক্তিযোদ্ধা রাজাকারের সাথে হাত মিলায়।
স্বাধীনতার ৪২ বছর পরও এই দেশের গরীব
দুখি মেহনতি মানুষের অর্থনৈতিক
স্বাধীনতা অর্জিত হয় না।
স্বাধীনতার ৪২ বছর পরও এই দেশে হিন্দু বুদ্ধ
খ্রিস্টানরা প্রকৃত স্বাধীনতা পায়
না...বিনা অপরাধে রামুতে হামলা হয়,মন্দির
ভাংগা হয়,ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।
স্বাধীনতার ৪২ বছর পরেও দেখতে হয় একজন
বিশ্বজিত এর নির্মম মৃত্যুর ধারনকৃত ভিডিও চিত্র।
স্বাধীনতার ৪২ বছর পরও দেখতে হয় একজন
মুক্তিযোদ্ধা রিকশা চালকের আসনে,আর
রাজাকাররা শান্তির বাতাস খাচ্ছে এসি রুমে।
স্বাধীনতার ৪২ বছর পরও নতুন করে খুঁজতে হয়
স্বাধীনতা।
মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের জানাই
বিনম্র শ্রদ্ধা আর সেই
সাথে কামনা করি একটি সত্যিকারের স্বাধীনতার,
যে স্বাধীনতার জন্য ৩০ লাখ শহীদ ধর্ম বর্ণ
নির্বিশেষে করেছিল জীবনের আত্মদান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


