স্বাধীনতা এ যে দেশের জন্য নিজের রক্ত দান,
স্বাধীনতা সে যে বাঙ্গালী জাতির নিশ্চুপ জাগরণ।
স্বাধীনতা এ যে বিধবা নারীর স্বামী হারানোর ব্যথা,
স্বাধীনতা সে যে লাখো মানুষের কষ্টের ইতিকথা।
স্বাধীনতা এ যে অন্যায় থেকে মুক্তির প্রতিবাদ,
স্বাধীনতা সে যে সন্তান হারা মায়ের আর্তনাদ।
স্বাধীনতা এ যে সকল শহীদ যোদ্ধার অবদান,
স্বাধীনতা তুমি শত বছরের দুঃখ করেছ ম্লান।
স্বাধীনতা এ যে মা ও মাতৃভাষার জন্য যুদ্ধ,
স্বাধীনতা সে যে সবার জন্য, ধর্ম বর্ণ উর্দ্ধ।
স্বাধীনতা এ যে মুক্তির পথে যোদ্ধার হাতিয়ার
স্বাধীনতা সে যে অন্যায়কে রুখবার হুঁশিয়ার।
স্বাধীনতা এ যে সন্তান হারা বাবার করুণ মুখ
স্বাধীনতা সে যে সব হারা এক গৃহহীনের দুখ
স্বাধীনতা এ যে দেশের সকল জনগণের চাওয়া
স্বাধীনতা সে যে নয় মাস যুঝে কষ্টের পরম পাওয়া।
স্বাধীনতা এ যে ত্রিশ লক্ষ শহীদের অর্জন,
স্বাধীনতা সে যে বিশ্বের বুকে বাঙ্গালীর গর্জন।
স্বাধীনতা তুমি দিয়েছ মোদের আকাশে নতুন সূর্য,
তব কেন তুমি মোদের দোষের ভারে হবে আজ নুব্জ্য?

সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






