জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, একাত্তর সালে তিনি কী কী করেছেন সেটা তাঁর মনে নেই। আজ বুধবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৯৭১ সালে নিজের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে মুজাহিদ বলেন, ‘ওই সময় কী কী করেছি এত দিন পরে তা আর মনে নেই। ছাত্র ছিলাম। তাই লেখাপড়া করেছি।’ তিনি কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেন। কাউকে কোনো কিছু করতে নির্দেশ দিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুজাহিদ বলেন, ‘প্রশ্নই ওঠে না।’
মুজাহিদ আরও বলেন, ‘আমি যুদ্ধাপরাধ, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ কোনো কিছুর সঙ্গেই জড়িত ছিলাম না। ওই সময় হত্যা তো দূরের কথা, এই হাত দিয়ে কাউকে চপেটাঘাতও করিনি।’
অরে এখন কী করা উচিত? কী করলে অর মনে পরবে সব?

সূত্রঃ পরথম আলু
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




