টিভিতে ঈদের প্রোগ্রামের মাঝে এড এখন অপরিহার্য ব্যপার হয়ে গেছে। কিছু কিছু এড দেখতে ভালোই লাগে। বাংলালিঙ্ক মোবাইলের নতুন যে এডটি এসেছে (শখ, সারিকা সমেত) তা অনেকেই বোধহয় আমার সাথে একমত হবেন যে, এটি বেশ খাদ্য। যদিও আগে সুন্দরীদের সংখ্যা এক বেশী থাকতো... সংখ্যা কমার কারন কি উপযুক্ত সুন্দরীর অভাব, নাকি শখ সারিকা ইজ এনাফ এ কথা জানি না, তবে নাচে গানে ভরপুর এই এডে আমি সত্যিকার (
আরেকটি এড দৃস্টি আকর্সন করেছে। কোন একটি রি-ইনফোর্স্মেন্ট স্টিল এর। জনৈক গাড়ির দালাল গাড়ি বিক্রি করতে গিয়ে বেফাঁস কথা বলে ফেলেন। এডের আইডিয়াটি নতুন এবং বেশ ভাল। ইদানিং এডে বেশ নতুন আইডিয়ার এড দেখা যাচ্ছে যেমন তেমনি কেন জানি নাচ গানের এডের সংখ্যাও বেড়ে চলেছে। বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায়, নাচ গানের এড গুলোর নির্মাতারা বেশ স্বনাম ধন্য, এবং টপ মডেলরাই ওইসব বস্তা পচাঁ নাচ গানে অংশ নেন। নবীন এবং ক্রীয়েটিভ নির্মাতারাই সাধারনত আইডীয়া সমৃদ্ধ এডগুলো নির্মাণ করেন। যেমন ফারুকীর ক্যারিয়ারের প্রথম দিকে আসিয়ান সিটি নিয়ে যে এডটি নির্মান করেন তা বেশ ভাল ছিল। জনৈক ভদ্রলোক তার প্রবাসি ছেলেদের সরিষার তেল পাতঠানোর আইডিয়াটি বেশ ভাল ছিল।
যাই হোক, বাংলাদেশের এডে আরো নতুন নতুন আইডিয়া দেখতে চাই। আমি জানি বাংলাদেশে ক্রিয়েটিভ লোকের অভাব নাই।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




