বহু সাধেরর BTCL এর লাইনটা cancel করে এলাম। দীর্ঘ ৩ বছর নানা প্রতিকূলতার মাঝেও লাইনটা কষ্ট করে রেখেছিলাম, কিন্তু আর পারলাম না।
১৫ দিন যাবৎ নেট লাইন নেই, ওদের নির্লিপ্ততা, সমস্যা সমাধানের ক্ষেত্রে উদাসীনতা, অত্যন্ত বাজে কাস্টমার কেয়ার এইরকম নানাবিধ কারনে লাইনটা কেটে দিতে একরকম বাধ্যই হলাম।
আপনারা যারা BTCL ব্যবহার করছেন, সার্ভিস কেমন পাচ্ছেন? আমার দেখা মতে অনেকেই সম্প্রতি BTCL কেটে দিয়ে Wimax এর দিকে চলে যাচ্ছেন একমাত্র তাদের বাজে সার্ভিসের জন্য।
যারা আমার মত অনেক ডাউনলোড করেন, তাদের প্রথম পছন্দ ADSL modem সমেত BTCL এর কানেকশন। কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। এখন যে কী করবো কিছুই বুঝতে পারছি না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




