আশা হলো এমন ভেলা যার নাই কোনো দাড়ি নাই কোনো কমা ।
সে তীর্থে তীর্থে বেড়ায় ঘুরে পন্থে পন্থে বেড়ায় উড়ে।
মনকে বাঁকা তাড়া করে ইচ্ছে মতন ইচ্ছে ঘুড়ি ওড়ায়,
স্বপ্ন দেখায় আবার সেই স্বপ্ন ভাঙায়,
স্বপ্নের জালে বন্দি করে রাখে ঠিক যেন
খাচাঁর ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
মানুষ আশা করে একটা ফুটফুটে চাঁদ পাবে,
তার কোলে মাথা রেখে একটু নিদ্রা নিবে।
আশার আছে নানা রূপ ,কখনো নারি, কখনো মানি,
আবার কখনোবা স্বপ্নের বাড়ি, একটা লেটেস্টে মডেলের গাড়ি।
আমার আশা আজও মরীচিকা হয়ে ধরা দিচ্ছে মনের মাঝে চোখের কোনে।।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




