ছিল আশা জীবনে আমার হব মস্ত বড় খেলোয়ার,
হব দেশের গৌরব, দেখবে বিশ্ব আর বলবে
রয়েল বেঙ্গল টাইগার।
দৌড় দেব রান ওয়েতে, সবাই বলবে বাংলাদেশ।
করব কুপোকাত শত্রুদের, আবার উচু হবে প্রিয় স্বদেশ,
চেস্টা ছিল, স্বপ্ন ছিল , আশাও ছিল শুধু ছিলনা লাইন ঘাট।
তাইতো আজও এ বুকে রয়ে গেছে অভিমান।
সবাইকে বলব তোমরা দলে দলে উঠে এসো,
স্বপ্ন পুরণ কর আর দেশকে তুলে ধর শিখরে।
স্বপ্ন দেখি পরাজয় ভুলে এসো নতুন বাংলাদেশ গড়ি,
সব দুর্নাম ঘুচাই, অপমান,পাপ আর লজ্জা থেকে মুক্ত করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




