তুমি আমার কিগো সখি তুমি আমার কি?
তুমি কি আমার বান্ধবী? তুমি কি আমার প্রেমিকা?
ওগো না না না আমি তোমার দয়িতা।
মনের মধ্যে গেঁথে রেখো এই শব্দটা ।
বাহ্ কি চমত্কার কি চমত্কার জবারটা,
তুমি আমার বাগদত্তা, তুমিই হবে বউ,
তোমায় নিয়ে খাবো আমি সুন্দরবনের মউ।
খাঁটি মউ পাই বা না পাই, তোমায় আমি পেতে চাই,
সুন্দর এই পৃথিবীতে সঙ্গিনী হবে তুমি একাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




