১৪ বছর বয়সী এক কিশোর। সে তার দাদীর সাথে এক ঘরে থাকে। তার দাদীর বয়স একশত পঞ্চাশ। তাদের ঘরে মাঝেমধ্যে আজরাইল আসে দেড়শ বয়সের দাদীর বন্ধুত্বের আহবানে। ছেলেটার ছোট ভাই ডাউন সিনড্রোমে আক্রান্ত। মা নিয়ম করে দুই ভাইকে পেটান। বাবা কিছু কেয়ার করে না।
রাস্তায় গলা কেটে হত্যা করা হয় মানুষকে। ড্রেনে পড়ে থাকে ধর্ষিতা তরুণীর লাশ। কারখানার দূষণে নদী মরে যায়, গাছ মরে যায়। আকাশ থেকে পড়ে এসিড বৃষ্টি।
এই শহরের রুহ কি তাহলে আজরাইল এসে একদিন কবজ করে নিয়ে যাবে? না কি এমন কেউ আছে যে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হবে?
এসিড বৃক্ষের গান আমার নতুন উপন্যাস
পাওয়া যাবে পেন্ডুলাম প্রকাশনীতে। স্টল নং ৫০২।
অনলাইনে অর্ডার করতে পারেন পেন্ডুলামের পেইজ থেকে
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৮