সর্বশেষ খবর- লিবিয়াতে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে তাদের। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, আশা করা যাচ্ছে- দুএক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।
আপডেট- তার খোঁজ পাওয়া গেছে। সাথে যে সাংবাদিক ছিলো তার ছবি তোলার প্রক্রিয়ায় সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ধরে নিয়ে যাওয়া হয়। সন্দেহজনক কিছু পায় নি। আশা করা যায় দ্রুতই ছেড়ে দেবে।
তিনি ব্লগিং করতেন শান্তির দেবদূত নামে। পুরোনো ব্লগাররা তাকে চিনে থাকবেন দুর্দান্ত সব সায়েন্স ফিকশনের জন্যে। সায়েন্স ফিকশন এর সাথে রম্য মিশিয়ে তার মত করে কাউকে লিখতে দেখি নি ব্লগে।
তিনি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমাকে খুব স্নেহ করতেন। আমার লেখাগুলি মনোযোগ দিয়ে পড়তেন। দীর্ঘ মন্তব্য করতেন। দেরিতে হলেও তিনি বই প্রকাশের দিকে আসেন। মূল নাম মোহাম্মদ সাইফূল ইসলাম এই বই লেখা শুরু করেন। তিনটি সায়েন্স ফিকশন গ্রন্থ লিখেছেন এ পর্যন্ত। বইগুলি যথেষ্ট পাঠকপ্রিয়তাও পেয়েছে।
তিনি গত পাঁচদিন ধরে নিখোঁজ। লিবিয়ার সরকার বিরোধী মিলিশিয়া বাহিনী তাকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তার সাথে আরো ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম।
ডেইলি স্টারের বরাতে- "ঢাকা থেকে লিবিয়ায় যাওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান গত ৫ দিন ধরে নিখোঁজ আছেন। ঢাকার সাভার এলাকার বাসিন্দা জাহিদুর রহমান (৪৮) এনটিভির বিশেষ প্রতিনিধি।
জাহিদের সঙ্গে থাকা লিবিয়ার বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও তাদের লিবিয়ার গাড়িচালক মোহাম্মদ খালেদও একই সময় থেকে নিখোঁজ।
জাহিদের পরিবার বলছে, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।
তবে, লিবিয়ায় থাকা প্রকৌশলী সাইফুল ইসলামের পরিবারের ধারণা, ত্রিপলিতে যেহেতু মিলিশিয়াদের নিয়ন্ত্রণ কম কাজেই ক্ষমতাসীন সরকারের কোনো বাহিনীর কেউও তাদের ধরে নিয়ে যেতে পারে।
অবশ্য লিবিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান গতকাল রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা এখন ধারণা করছেন কোনো মিলিশিয়া গ্রুপই তাদের ধরে নিয়ে যেতে পারে।"
সূত্র- Click This Link
ভয়ংকর লাগছে আমার। সেদিনই কথা হলো তার সাথে। প্রার্থনা করি তিনি নিরাপদে ঘরে ফিরে আসুন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৯