আবদুললাহ্ আল পাভেল
একরাশ হতাশা,
বারে বারে তারা করে আমার।
এক বুক বেদনা,
বারে বারে দেখা দেয়।
তাই আমি কোলাহল খুঁজি
ডানামেলে উড়ে যেতে চাই
তোমাদের কাছে…
তবুও নিসঙগতা আসে
আমার পিছে পিছে ।
হতে চাই চীর সুখী,
চাই ভাবনাহীন জীবন।
জানিনা কেন এমন হয়;
সবাই দূরে চলে যায়, কেউ হয় না আপন।
আমার চোখের কোণে
দু’ফোটা জল বারে বারে আসে।
এখন আর,
ভাবিনা কিছুই।
জীবনের সব ব্যাথা- বেদনা মেনে নেই;
কেননা কি হবে কেঁদে।
কি লাভ ভালবেসে?
বিদায় ভালবাসা; বিদায়!
হয়ত; তুমি হবে চিরসুখী
আর আমি নাটাই বিহিন ঘুড়ি হয়ে উড়ে
যাবো দূর দেশে।
নয়ত ছেড়া পলিথিন হয়ে
ধীরে ধীরে যাব ক্ষঁয়ে।
হব নিস্প্রাণ চির বেদনা
শুকনো গোলাপের ঝরাপাঁপড়ি
ভাবছি কিছুদিন পরে;
শীতের কুয়াসায় ভেসে
যাব দূর তারাদের দেশে,
পলাশের তলে।
আমার সমাধি ভিজবে বৃষটির জলে ;
জোঁসনা রাতে চাঁদের আলো পড়বে তাতে;
বসনতে কুকিল ডাকবে;
গাছের পাতারা ঝরে যাবে,
ফুটবে লাল টকটকে শিমুল ফুল;
গ্রীষমের চৈতি রোদে পুরবে;
আর শীতে উড়মেঘ যাবে উড়ে।
আমার উপরে,
আমার প্রাণহীন মরদেহ খানা
হবে চীর অচেনা ।
এইত পরিণতি
রবে না কোন জ্যোতি
দোয়া রবে
যেন সুখ পাও তুমি অতী।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




