somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের বই মেলায় যে বইগুলো কিনেছি আর যেগুলো কিনব

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি অপঠিত বই-ই আমার কাছে নতুন বই। বই তো আর ঈদের জামা না যে হাল ফ্যাশনের হওয়া লাগবে। তাই আমি বই কেনার ক্ষেত্রে নতুন পুরান এসব বিবেচনা করি না।আমি দরিদ্র পাঠক, তাই কমদামে বই কেনার দিকে ঝোকটা বেশি থাকে।সুদৃশ্য প্রচ্ছদসর্বস্ব ‘অন্য প্রকাশে’র হুমায়ুনি শোপিসগুলো বরবরই এড়িয়ে চলি। এবারের বইমেলায় এখন পর্যন্ত মাত্র একদিন গিয়েছি, প্রথম দিন। কয়েকটা বই কিনেছিও বটে।

যেগুলো কিনেছি:
১. ভাষাতাত্ত্বিক প্রবন্ধাবলী - রফিকুল ইসলাম, বাংলা একাডেমী, ১৯৯৮। ১৩৫ পৃষ্ঠার বইটি কিনেছি মাত্র ২৫ টাকায়, ৫০% কমিশনে। এই বিষয়ে আমার আজন্ম আগ্রহ।
২. সিলেটী নাগরী লিপি ভাষা ও সাহিত্য -এস. এম গোলাম কাদির, বাংলা একাডেমী, ১৯৯৯। ২৩৮ পৃষ্ঠার বইটির মূল্য ৯০x৫০%= ৪৫ টাকা। এর আগে ব্লগে পড়েছিলাম ‘সিলেটি’ নাকি একটি স্বতন্ত্র ভাষা, বাংলার ডায়ালেক্ট নয়। তাই বিস্তারিতা জানার আশায় এই বইটি।
৩. সাদা রাত – ফিওদর দস্তয়ফস্কি, বাংলা একাডেমী, ২০০০। মূল্য ৫০x৫০%= ২৫ টাকা। ‘বিয়েলিয়ে নোচ’ ওরফে ‘হোয়াইট নাইট’-এর অনুবাদ, প্রেমের উপন্যাস।
৪. বাংলাদেশের পাখি (তৃতীয় খণ্ড) – শরীফ খান, শিশু একাডেমী, ২০০৮। পেপারব্যাক, পৃষ্ঠা- ১৯২ টি, মূল্য ৮৭x৭৫%= ৬৬ টাকা। হাসেম খানে অলংকরণে চমৎকার বই। প্রথম দুইটি খণ্ড না পাওয়াতে হৃদয়ে দাগা লাগল। এই খণ্ডে শিকারী পাখি, জলচর পাখি, খোলা মাঠের পাখি, বন বাগানের পাখি- এই চার ধরনের পাখির বিবরণ রয়েছে।
৫. ধান শালিকের দেশ – বাংলা একাডেমী। ১৭৬ পৃষ্ঠার অত্যন্ত তথ্যবহুল কিশোর ম্যাগাজিন, মূল্য ৫০x৭০%=৩৫ টাকা। প্রতি বছরই মেলাতে কিনি কিন্তু পড়া হয় না। যদিও ত্রৈমাসিক পত্রিকা, কিন্তু বছরে একবার বের হয়।
৬. শিশু – শিশু একাডেমী, গত ঈদ সংখ্যা, মূল্য ২০ টাকা। এই বয়সে শিশুদের পত্রিকা কিনেছি বলে হাসবেন না, প্রতি বইমেলাই একটা করে কিনি। এই পত্রিকাটিতে হাসেম খানের আঁকা ছবিগুলো নস্টলজিক করে দেয়। এর আঁকা আর কাগজ ছোটবেলার স্কুলের বইয়ের মত। এটা কিনি ছবি দেখে আর গন্ধ শুকে ছোট বেলার স্মৃতি রোমন্থন করার জন্য।
৭. নারায়ন গঙ্গোপাধ্যায় সমগ্র – নির্ভেজাল পাইরেটেড বই। এটা বই মেলা হতে কিনি নি। কিনেছি নীলক্ষেত থেকে, তবে বইমেলার বাজেট হতেই। মূল্য ২১০ টাকা, পৃষ্ঠা সাত শতাধিক।

যে বইগুলো কিনতে চাই: আমার মোস্ট ওয়ান্টেড দেড়শাতধিক বইয়ের একটি তালিকা আছে, সেখান হতে কয়েকটা বই বাছাই করেছি এই মেলায় কেনার জন্য। এই তালিকার সব হয়তো কিনতে পারব না। বাজেটের উপর দিয়ে চলে যাবে, আর কিছু বই হয়তো পাওয়া যাবে না। আর এর বাইরে দু’ একটা কিনে ফেলতে পারি।
১. পথে প্রবাসে – অন্নদাশঙ্কর রায়, মুক্তধারা। মূল্য ২০০x৭৫%=১৫০ টাকা। অন্নদাশঙ্কর রায়, সৈয়দ মুজতবা আলী, ড. এনামুল হক –এর মত লেখকদের ভ্রমণকাহিনী পড়লে মনে হয় নিজেই ভ্রমণ করছি। স্কুলে বিভিন্ন ক্লাশে এদের খণ্ড খন্ড লেখার সাথে পরিচিত হয়েছি।
২. বাংলা একাডেমী লেখক অভিধান – মূল্য ২৫০x৭০%= ১৭৫ টাকা।খাসা জিনিস, তবে স্টকে নেই, মেলায় পাওয়ার সম্ভবনা কম।
৩. প্যারীচাঁদ রচনাবলী (১ম খণ্ড) – বাংলা একাডেমী। মূল্য ২৫০x৭০%= ১৭৫ টাকা। এই সংকলনে ‘আলালের ঘরে দুলাল’ আছে, তাই আলাদা না কিনে সংকলনটাই কেনা সুবিধে হবে।
৪. সৈয়দ মুজতবা আলী রচনাবলী – স্টুডেন্ট ওয়েজ আট খণ্ডে সৈয়দ মুজতবা আলীর রচনাবলী প্রকাশ করেছে। মূল্য ৩৩৫০ টাকা। স্টুডেন্ট ওয়েজ সৈয়দ মুজতবা আলীর বইগুলোর মূল্য বেশি ধরেছে বলে মনে হয়। তাই আলাদা আলাদা না কিনে ঠিক করেছি এবার এক খণ্ড কিনব, আনুমানিক ক্রয়মূল পড়তে পারে ৩২০ টাকা। যে খণ্ডে ভ্রমণ কাহিনী বেশি আছে সেটা কিনব। দোকানদার সৈয়দ মুজতবা আলীর রচনাবলী দেখাতে চায় না, আগেই বলে ‘কিনবেন নাকি’।
৫. বিলেতে সাড়ে সাতশ দিন – মুহাম্মদ আবদুল হাই, স্টুডেন্ট ওয়েজ। মূল্য ১২৫x৭৫%= ৯৪ টাকা।
৬. আমেরিকায় জুয়া খেলার স্মৃতি ও অন্যান্য – নির্মলেন্দু গুণ, সময়, ১৯৯৫। পৃষ্ঠা- ৬৪, মূল্য- ৪০x৭৫%=৩০ টাকা। ভ্রমণ কাহিনী।
৭. ঘরজামাই - শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রতীক। মূল্য ৩৫x৭৫=২৭ টাকা।
৮. ফুড কনফারেন্স – আবুল মনসুর আহমদ, আহমদ পাবলিশিং হাউজ। মূল্য- ৮০x৭৫=৬০ টাকা। রম্য রচনা, মাধ্যমিকে পড়া ‘রিলিফ ওয়ার্ক’ এই বইয়ের অংশ।

সাইড বেঞ্চ: উপরের তালিকা থেকে সব নাও পেতে পারি, তাই সাইড বেঞ্চ। এই তালিকার বইয়ের সংখ্যা আসলে অনেক, পারলে পুরো বইমেলা উঠিয়ে আনতাম। কিন্তু আর্থিক দৈন্য একটা বড় বাধা।
১. হিব্রু থেকে ইহুদী – খন্দকার মাহমুদুল হাসান, ঐতিহ্য। মূল্য ৫০ টাকা।
২. সাগর বিজয় ও আমেরিকা আবিষ্কারে মুসলমান – মো. আবু তাহের, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদশে। মূল্য ৭৪ টাকা।
৩. সমরখন্দ – আমিন মাআলুফ, সন্দেস। লেবাননিজ সাংবাদিক কর্তৃক লিখিত ঐতিহাসিক উপন্যাস।
৪. চে’র ডায়রী – চে গুয়েভারা, ঘাস ফুল নদী। চে’র লেখা ডায়রী, মূল্য পড়বে ১৩০x৭৫%= ৯৮ টাকা।
৫. আবার পথে - চে গুয়েভারা, সন্দেস। মোটর সাইকেলের ডায়রীর পরের ঘটনা। মূল্য ১৪০x৭৫%= ১০৫ টাকা।
আর সেবা’র কিছু অনুবাদ।

সাজেশন: এতক্ষণ নিজের জন্য বইয়ের কথা লিখলাম, এবার আপনাদের দু’টো বই পড়ার জন্য অনুরোধ করছি-
১. আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে – ডী ব্রাউন, সংঘ প্রকাশন। ৪০০ পৃষ্ঠার বইটির গায়ের দাম ৩০০ টাকা। আমেরিকার ইতিহাসের একটি প্রামাণ্য গ্রন্থ। পঞ্চদশ শতক থেকে পঞ্চাশ বছর আগে সময়ের মধ্যে যে আমেরিকা গড়ে উঠল তার ইতিহাস। নির্বিচারে আদীবাসীদের হত্যা করে তাদের জমি দখল করে গড়ে উঠা মানবতার ধ্বজ্বাধারী আমেরিকার প্রকৃতি চেহারা দেখতে পাবেন এখানে।
২. মগের মুল্লুকে ফিরিঙ্গির বেসাতি বাঙলায় হার্মাদি-মগাই জলদস্যুর ইতিকথা –নূরুল আলম আতিক, পান্ডুলিপি কারখানা। পাঠক সমাবেশের স্টলে পাওয়া যেতে পারে। ৬৩ পৃষ্ঠার বইটির মূল্য ৪০ টাকা। রেফারেন্স ও ছবি সহ বাংলায় মগ ফিরিঙ্গিদের ইতিহাস।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাফসান দ্য ছোট ভাই এর এক আউডি গাড়ি আপনাদের হৃদয় অশান্ত কইরা ফেলল!

লিখেছেন ব্রাত্য রাইসু, ১৫ ই মে, ২০২৪ সকাল ১০:৫২

রাফসান দ্য ছোট ভাইয়ের প্রতি আপনাদের ঈর্ষার কোনো কারণ দেখি না।

আউডি গাড়ি কিনছে ইনফ্লুয়েন্সার হইয়া, তো তার বাবা ঋণখেলাপী কিনা এই লইয়া এখন আপনারা নিজেদের অক্ষমতারে জাস্টিফাই করতে নামছেন!

এই... ...বাকিটুকু পড়ুন

বাঁচতে হয় নিজের কাছে!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৫ ই মে, ২০২৪ সকাল ১১:২৮

চলুন নৈতিকতা বিষয়ক দুইটি সমস্যা তুলে ধরি। দুটিই গল্প। প্রথম গল্পটি দি প্যারবল অব দ্যা সাধু।  লিখেছেন বোয়েন ম্যাককয়। এটি প্রথম প্রকাশিত হয় হার্ভার্ড বিজনেস রিভিউ জার্নালের ১৯৮৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যায়। গল্পটা সংক্ষেপে... ...বাকিটুকু পড়ুন

আমার অন্যরকম আমি এবং কিছু মুক্তকথা

লিখেছেন জানা, ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:০৬



২০১৯, ডিসেম্বরের একটি লেখা যা ড্রাফটে ছিল এতদিন। নানা কারণে যা পোস্ট করা হয়নি। আজ হঠাৎ চোখে পড়ায় প্রকাশ করতে ইচ্ছে হলো। আমার এই ভিডিওটাও ঐ বছরের মাঝামাঝি সময়ের।... ...বাকিটুকু পড়ুন

নিউ ইয়র্কের পথে.... ২

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০২


Almost at half distance, on flight CX830.

পূর্বের পর্ব এখানেঃ নিউ ইয়র্কের পথে.... ১

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন থেকে বোর্ডিং ব্রীজে নেমেই কানেক্টিং ফ্লাইট ধরার জন্য যাত্রীদের মাঝে নাভিশ্বাস উঠে গেল।... ...বাকিটুকু পড়ুন

সামুতে আপনার হিট কত?

লিখেছেন অপু তানভীর, ১৫ ই মে, ২০২৪ রাত ৯:০৩



প্রথমে মনে হল বর্তমান ব্লগাদের হিটের সংখ্যা নিয়ে একটা পোস্ট করা যাক । তারপর মনে পড়ল আমাদের ব্লগের পরিসংখ্যানবিদ ব্লগার আমি তুমি আমরা এমন পোস্ট আগেই দিয়ে দিয়েছেন ।... ...বাকিটুকু পড়ুন

×