কাওরানবাজারের রুটি
তাওয়ার উপরে উঠে
লাফায়ে লাফায়ে নাচে
খ্যাম্টা নাচন
ঝাপটা দিয়ে ঐ সপাটে সমান বাড়ি
চারিদিকে ধাক্কাধাক্কি লাগে রোজ
আমিও হেলান দিয়ে পাশ ফিরে বাড়ি ভরতি লোক
একদিন ছিল যারা তারাও তো আছে
এই হাত থামবে না জানি তাই মেশিনের আগে
কড়া পরে গেলে আরো ভার নিতে সোজা খুব
বাড়ি ভরতি লোক কচুরিপানার মতো ফুটে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




