খানিক আগেই আমার কাজিন আমাকে ফোন দিল। টুকটাক কথার পরে আমাকে জানায় যে তাকে এক ছেলে ফোন এ ঝামেলা করছ। আমি তার কাছ থেকে নাম্বার নিলাম, ফোন দিলাম, তার নাম এ গলদ, বয়স এ গলদ, কথাবারতায় ঝামেলা, অভদ্র, এমনকি আমাকেও হুমকি দেবার চেস্টা করল।
আমি ভেবেছিলাম, এসব মনেহয় অনেক কমে গেছে, কিনতু না। এসব "মানুষ" এখন বহাল তবিয়তে আছে।।
পরামর্শ চাই, কি করা যেতে পারে।।
আর একটা কথা, সবাই হয়ত ভাবছেন এইসব তো সাধারন ঘটনা।। এত মাতামাতির কি আছে?? আমি জানি এতা সাধারন ঘটনা, তবুও কষ্ট লাগে।।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




