আমাদের সরকার আর দায়িত্ব নিতে চাছেন বলে মনে হয় না (আমাদের বলতে আমি সরকারি ইউনিভারসিটির ছাত্রদের কথা বলছি)। আমার এমনটা মনে হওয়ার কি কারন?
চট্টগ্রাম ইউনিভারসিটির বিষয় টাকে যদি একবার ভেবে দেখি তাহলেই বুঝতে পারব তাদের উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় ঢাকা ইউনিভারসিটির নানা বিভাগে যেভাবে ফি বারাছছে তার উদাহারন টেনে আনতে পারি। এমনকি সেমিনার গ্রন্থাগার এর কার্ড নতুন করে তুলতে গেলেও দিতে হচ্ছে ৫০০/-। অথচ শেষ কবে বই নিয়েছিলাম মনে পরে না।
আর প্রতি বছর নতুন সেমিস্স্টার এ ভর্তির সময় আগের বছরের চেয়ে কমপখ্খে ১৫০০/- থেকে ২০০০/- টাকা বেশি দিতেই হচ্ছে।।
পড়াশোনার মানের কথা আর নাইবা বললাম।
শিখ্খকগন সবাই প্রাইভেট ইউনিভারসিটিতে ক্লাস নিতেই পছন্দ করেন কারন সেখানে পাওয়া যায় বেশি টাকা।
ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশল পত্র অনুযায়ি এসব করা হচ্ছে।
পড়াশোনাকে সাধারন মানুষ এর নাগালের বাইরে নিয়ে যাবার এই চেষ্টা/ অপচেষ্টাকে প্রতিহত করার জন্য সকলের সাহায্য চাই।
আমাদের পাশে থাকবেন , এই কামনায়
প্রত্যয়
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




