
'আড়ং চিটিং করেছে। ২৫/৫/১৯ -এ একটি পাঞ্জাবী কেনা হয় ৭৩০ টাকায়, একই পাঞ্জাবী ৩১/৫/১৯ -এ কেনা হয় ১৩১০ টাকায়। ৫ দিনের মধ্যে দাম বেড়ে গেলো!
ভোক্তা আইন পরিষদের উপপরিচালক মোঃ শাহরিয়ার স্যার জরিমানা করায় আড়ং এর ক্ষমতাধর ধনী ব্যবসায়ীরা তাকে একদিনের মধ্যেই বদলী করে দিলো।
আমরা সাধারণ জনগণই একমাত্র এদের বিরুদ্ধে লড়তে পারি, তবে একত্রিত হয়ে। আমরা অন্তত আজকের জন্য কি আড়ংকে বয়কট করতে পারি না?
আজ দেশের কোনো আড়ংয়েই কোনো কাস্টমার থাকবে না। দেশের এসকল দুর্নীতির বিরুদ্ধে আসুন না একটু প্রতিবাদী হই। আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।
# boycott Aarong
#at least for Today'
পোস্টটি জনগণের সারিতে দাঁড়িয়ে থাকা একজন সরকারি ডাক্তারের প্রেসক্রিপশন থেকে নেয়া।
আমার কেন জানি সত্য বলে মনে হচ্ছে, না হলে রেজা ঘটক পোস্ট দিতেন না।
রেজা ঘটক ভাইয়ের পোস্ট লিংক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




