শরীরের লোভ ছিল না
চোখ বুঁজে পার হয়ে গেছি কত রূপশালী ধানক্ষেত;
মৌ মৌ গন্ধগভীর যৌনতা
মৌনতার আবীর_ কী ভয় বা
চরিত্র চেতনার দায়...
নেহায়েত বালক অভিমানে
কামাকীর্ণ কত রূপশালী ফসল অযথা পথে ছিটিয়েছি
এখন দেখি ঘাসগর্ভ আইল ধরে কত আনাগোনা;
নদীর স্ফটিক জল
সেও বুঝে মধুমন্ত্র মোহনার আশ্রয়
স্পর্শে বরফ গলে_ গলে গলে যায়...
ফুলবসনা ঝর্ণার শরীর নেচে ওঠে কী সহজেই
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




