জেগেই অনিবার্য প্রাত্যহিকতা...
পাখি উড়ে যায়...
এদিকে শূন্য চটানে একা ঘুঁঘু
ঘুরেফিরে রচে যায় বলয় বন্দনা_ নিস্পৃহ
উত্তেজনায় কারা যেন রেখে যায় কাঠখড়ি,
কে যেন বলে যায়_ আগুন_ চিতা_ জ্বালো...
তবু পাখি উড়ে যায়
অনিবার্য যোগানে...
শূন্য চটানের নিরূপায় টানে তবু দিন বেচি
মহাজনী রাতের কাছে;
যৌনতাটুকু নিয়ে খেলা করে রাতজাগা চাঁদ,
এই নিয়ে চাঁদবুড়ির কী নিদারুণ আক্ষেপ...
অভিশাপে জ্বলে যাই...
ক্ষয়িত ক্ষমায় ফিরে আসে
সেই বৈকল্য বিষ_ নিশিদিন হে...
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




