ঘোরলাগা ভুতুরে অমাবস্যায় সামান্য চাঁদের আলো
চেয়েছিলাম মাত্র--- চাঁদ ধরবার
লোভ হয় নি কস্মিনকালেও; রিকশার প্যাডেলে যদিও
ঘর্মাক্ত ছায়াপাত
অযথা অপচয় সংবাদ বহন করে না কভু
ভালোবাসা চেয়েছিলাম
চেয়েছিলাম প্রেম; না হোক আড়ম্বর আফ্রোদিতির ছায়া,
দীনতাঘেরা করুণ বসন্ত আসুক কল্পিত নূহের প্লাবনে...
তুলাদন্ডের বিচার
না হয় হয়ে যেত একবার
ইহকালের ধূসর ময়দানে
শরীর চাই নি
চেয়েছিলাম অদৃশ্য আত্মার স্নেহ;
রুক্ষতা নয়--- আলাস্কার বরফমাখা শীতে
কথার পিঠে কোনোদিন দিদারিত দহন চেয়েছিলাম
কবেকার
মুসা নবীর মতো তুরাগ্নি পাহাড়ের চূঁড়ায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




