শুধু সময় নিপাত; হাকালুকির জলে জলকচুফুল
কোনো এক ছন্দিত তন্দ্রায় খোলে
মাটিহীন জীবনের ভাসান-ইতিহাস। জলপোকাদের
সে মর্ম উপলব্ধ হয়
যখন সন্ধ্যাতারা নিভে গেলে
কঠিন এক অন্ধকারের ঘেরাটোপে বন্দি জবান,
জলপতিতাদেবীকেও
ছোঁয়া গেল না কিছুতেই
এখন জরুরি অবস্থা; সন্ধ্যা ও প্রভাতে
জাগতে ও জাগাতে ইচ্ছেরা অজুহাতে নিয়েছে ছুটি
সাথে সচলায়তনের বিদ্যুৎটাও।
চেতনার হাতের পাঁচ
ইজ্জতটুকুও লুটে নিয়েছে প্রতিবেশী ধর্ষক কেউ,
মরার লোডশেডিংয়ে ও চাচা গো
তারে চিনিতে পারি নাই
ধর্ষিতা চেতনার গর্ভে জারজ সন্তান;
মা ডাকার অপেক্ষা শুধু...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




