আর একবার ঊর্ধ্বপানে তোল মুষ্টিবদ্ধ হাত
আকাশ কেঁপে যাক
থেমে যাক ইলেকট্রিক বাতাস
কবেকার মরচে পড়া দরোজা ভেঙে পড়ুক নিমেষে
টুইন টাওয়ারের মতো
পাখিদের গানে না মুখরিত আনন্দ বাজার
না বসন্তের ওম দিয়ে কেনা জলপাইগুঁড়ো দিন
অনুভূত না হোক রাতের আদর
না পদ্য লেখা
দাবি আদায় না হওয়া পর্যন্ত
চোখ মেলে ভোর দেখা নতজানু
সিজদায় নতজানু
রেসের ঘোড়ার কদমে দৌড়ানো জীবন নতজানু
আর কত
আরেকবার ঊর্ধ্বপানে তোল মুষ্টিবদ্ধ হাত
ভূ-মন্ডল কেঁপে যাক
থেমে যাক বিলাসী যৌনক্রিয়ার সুর
আরেকবার
চূর্ণ হোক ঈশ্বরের সকল গরিমা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




